Messenger এর Send করা মেসেজ Edit করবেন যেভাবে। মেসেজ Unsend করার দিন শেষ।

আসসালামু আলাইকুম। 

আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

আমাদের বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে Messenger app ব্যাবহার করেনা এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর।
আর তথ্য আদান প্রদানের সবচেয়ে বহুল ব্যবহৃত ও প্রচলিত মাধ্যম হচ্ছে মেসেঞ্জার।
কিন্তু মেসেঞ্জার ব্যাবহার করতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তার মধ্যে খুব সাধারণ ও জটিল একটা সমস্যা হচ্ছে, আমরা অনেকেই কাউকে মেসেজ সেন্ড করার পর হঠাৎ করেই ভুল কিছু টাইপ করে ফেলি।
যার ফলে নানান সমস্যা সামনে এসে দাড়ায়। অনেক সময় টাইপিং মিসটেক হওয়াই অনেকের মাঝে ভুল বুঝাবুঝি ও হয়। যা আমাদের জন্য খুবই বিব্রতকর। অনেক সময় একটি মেসেজ লিখতে গিয়ে ভুলভাল টাইপিং হওয়ার কারণে মেসেজের অর্থও উল্টো হয়ে যায়।

এখন আপনারা বলতে পারেন, মেসেজ ভুলে অন্যকিছু চলে গেলে আমরা Unsend করে দিবো। তাই তো হয়।

আরে ভাই, এত সহজ নয়। যদি সে সন্দেহ করে বসে তাহলে বাচার উপায় নেই। আপনাকে কত রকমের জবাবদিহিতা দিতে হবে তার হিসাব নেই।

তাই আপনাদের/আমাদের এই অপরিকল্পিত সমস্যার সমাধান হিসেবে মেসেঞ্জার কোম্পানি আমাদের জন্য নিয়ে এসেছে নতুন এক আপডেট
এই আপডেটে আমরা আমাদের পাঠানো ভুল মেসেজ সহজেই Edit করে আমাদের কাঙ্খিত সঠিক মেসেজটি সেন্ড করতে পারবো। তবে দুইটি শর্ত আছে।
  শর্ত দুইটি হচ্ছে –
১। মেসেজ সেন্ড করার পর সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যেই এডিট করতে হবে।
২। মেসেঞ্জার এপসটি আপডেট করে নিতে হবে।
তো প্রথমেই আমরা নিচের লিংক থেকে মেসেঞ্জার এপসটি আপডেট করে নিই।

ডাওনলোড করা শেষ। এবার দেখে নিন-

কিভাবে আমরা এই মেসেজ Edit এর কাজটি করতে পারবো? 

নিচের ধাপগুলো অনুসরণ করুন:

ধাপ ১:  প্রথমে মেসেঞ্জার এপস এ প্রবেশ করুন।

ধাপ ২:এবার যার সাথে মেসেজ করতেছেন/করবেন তার আইডির উপর ক্লিক করুন।

ধাপ ৩: এখন যে মেসেজটি পাঠাতে চান সেটি সেন্ড করুন। তারপর সেই মেসেজের উপর ক্লিক করে ধরে রাখুন। 

 

ধাপ ৪: তারপর নিচের ছবির মতো (থ্রি ডট) আইকনে ক্লিক করুন।

ধাপ ৫: নিচের ছবির মতো অপশন আসলে Edit এর উপর ক্লিক করুন।

ধাপ ৬: এবার নিচের মত মেসেজ এডিট করার অপশন চলে আসবে। ইচ্ছামত এডিট করে নিন।

ধাপ ৭: এখন নিচের ছবির মতো মার্ক করা যায়গায় ক্লিক করুন।

ধাপ ৮: সবশেষে লক্ষ্য করে দেখুন আপনার মেসেজটি এডিট হয়ে গেছে।

 

এখন মেসেজ ভূল করে উল্টাপাল্টা লিখলেও এডিট করার পর নিশ্চিন্তে থাকুন। কেউ আর সন্দেহ করতে পারবেনা যে,

-> কি মেসেজ দিয়েছিলেন?

-> ডিলিট করছেন কেন?

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। সুস্থ্য থাকবেন।

সময় ও সুযোগ থাকলে আমার সাইটটিতে একবার ঘুরে আসবেন।

Tech Box 420

 

 

The post Messenger এর Send করা মেসেজ Edit করবেন যেভাবে। মেসেজ Unsend করার দিন শেষ। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/VSD1N8M
via IFTTT

Post a Comment

0 Comments