সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা Tiger 3 এর ফুল রিভিউ। কেমন ছিল সালমান খানের এই মুভি

Hello everybody,

 

কেমন আছেন সবাই? আজকের এই post এ আমি Bollywood movie টাইগার ৩ এর রিভিউ দেব। তো চলুন শুরু করা যাক।

 

(বি.দ্র. আমার এই পোস্ট টা তে ২ টা অংশ থাকবে একটি spoiler ছাড়া রিভিউ আর পরে হালকা‌ করে একটু spoiler দেব যারা spoiler ছাড়া মুভি দেখবেন তারা ওই পার্টটা স্কিপ করতে পারেন)

Tiger 3 দেখার আগে যে মুভিগুলো দেখতে হবেঃ

 

1. Ek tha Tiger

2. Tiger Jinda Hai

 

এই মুভিগুলো অবশ্যই দেখবেন। আর already দেখে থাকলে তো কথাই নেই।

মুভির ক্যারেকটার ব্যাকগ্রাউন্ড এবং পূর্ববর্তী মুভি থেকে কিছু তথ্যঃ

 

এই সিনেমার নায়ক হলো , Salman Khan মানে সেই টাইগার। আর নায়িকা হলো Katrina, সিনেমায় তার নাম জোয়া, যে একজন পাকিস্তানি। আর টাইগার হলো ভারতীয়। টাইগার একজন RAW agent এবং জোয়া হলো ISI agent. তারা একে অপরের প্রেমে পড়ে যায়। (Ek tha Tiger দেখলেই বুঝতে পারবেন)

তো এটাই মোটামুটি character. আর RAW and ISI agent মিলে পরবর্তী সিনেমা Tiger Jinda Hai এ একসাথে মিশন করে।

Main casts of Tiger 3:

 

Salman Khan as Tiger(Avinash Rathod)

Katrina Kaif as Zoya

Emraan Hashmi as Aatish সে-ই ভিলেন

Simran as Nasreen Irani

Some info:

 

Full name: Tiger 3

Runtime: 2h 34m

IMDB rating: 8/10

Category: Action, Adventure, Thriller

Director: Maneesh Sharma

Writers: Shridhar Raghavan, Anckur Chaudhry, Aditya Chopra

Release date: 12 November 2023

Tiger 3 এর spoiler ছাড়া হালকা রিভিউঃ

 

স্বভাবতই টাইগার সিরিজের মুভিগুলো কোন একটা মিশন নিয়ে হয়। এই মুভিটাও তার ব্যতিক্রম নয়। এই মুভিতে টাইগার একটি বিশেষ মিশন সম্পন্ন করে। তবে এই মিশনটা তার ব্যক্তিগত মিশন। আসলে সে তার দেশকে ধোঁকা দেয় এবং পরে পাকিস্তান এর কাছে ধরা পড়ে যায়। এরপর কি হয়েছে তা জানতে মুভিটা দেখুন। এর বেশি বললে spoil হয়ে যাবে। ট্রেইলার টা দেখে নিতে পারেন

 

Trailer (Hindi)

 

                  Spoiler alert

 

হালকা spoiler:

 

শুরুতেই জোয়া (ক্যাট্রিনা) কিভাবে ISI join করে তা দেখানো হয়। এরপর টাইগার এর মনে সন্দেহ জাগে যে সে তার সাথে ধোঁকা দিচ্ছে। তাই সে সেটা বের করতে যায়। তবে তাদের দুজনকেই blackmail করা হচ্ছিল। যে করছিল সে ছিল ex-ISI agent Aatish. আর তাকে কিছু top secret file চুরি করতে বলা হয় চুরি করার ফলে সে ধরা পড়ে যায় এবং তাকে Pakistan এর কাছে হস্তান্তর করা হয়। এখানে Pathaan মানে Salman Khan এর একটা Cameo আছে। এরপর টাইগার পাকিস্তান এর PM এর জীবন রক্ষা করতে চায়। তবে সে কি সফল হবে? জানতে চাইলে দেখুন। ব্যাস আর spoil করব না।

কিছু বাজে জিনিসঃ 

Salman Khan এর entry টা ভালো ছিল না।

Pathaan এর আসাটা একটু odd ছিল তবে ভালো।

 

Movie টা কিভাবে দেখবেনঃ

 

এই মুভি দেখতে আপনি ভারতের সিনেমা হলে যেতে পারেন অথবা মুভি ডাউনলোড সাইট থেকে ডাউনলোড করে দেখতে পারেন।(কোনো প্রকার কপিরাইটের দায় আপনার নিজের author বা Trickbd দায়ী থাকবে না) এরকম দুটি সাইট mlwbd, mlsbd. এগুলো থেকে কিভাবে ডাউনলোড করবেন তা ইতোমধ্যে Trickbd তে আছে। অন্য ডাউনলোড সাইট এর সম্পর্কেও বলা আছে সার্চ করলে Trickbd তে পেয়ে যাবেন।1dm browser ব্যবহার করবেন তাহলে ad আসবে না।

 

Personal rating:7.9/10

Youtube channel

Facebook page

আমার আরো পোস্ট পড়তে ক্লিক এখানে

Stay tuned with Trickbd

Thank you

The post সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা Tiger 3 এর ফুল রিভিউ। কেমন ছিল সালমান খানের এই মুভি appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/CtLIxZ0
via IFTTT

Post a Comment

0 Comments