Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ]

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই??

আজকে ছোট্টো একটি এনড্রয়েড এপ্লিকেশন রিভিউ নিয়ে হাজির হয়েছি।
বর্তমানে আমাদের সবার ঘরেই এক বা একাধিক ওয়্যারলেস স্পিকার থাকে,যদিও তা আমরা গান বা ভিডিও দেখার সময় ব্যবহার করি,

তো কেমন হয় যদি ওই স্পিকার টা কে সাউন্ড এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করলে??
অর্থাৎ আপনি যা বলবেন, তা আপনার স্পিকারে বড় করে শোনাবে।

হ্যা, এই কাজটি করতে পারবেন,আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই,
এক্ষেত্রে আপনার এনড্রয়েড ওয়্যারলেস মাইক হিসেবে কাজ করবে।

App Name: Bluetooth Loudspeaker
App size: 8MB

এপ্স টি ইন্সটল করে নিন এখানে ক্লিক করে

ইন্সটল করার পর আপনার ব্লুটুথ স্পিকার টি এনড্রয়েড এর সাথে কানেক্ট করুন, অতঃপর এপ্লিকেশন ওপেন করে, “Bluemic” এ ক্লিক করুন।

ব্যস এবার আপনি আপনার ফোনের মাইক্রফোনে যা বলবেন, তা আপনার ব্লুটুথ স্পিকার এ বড় করে শোনাবে, আপনার স্মার্টফোনটি লেটেস্ট হলে, একসাথে কয়েকটি ব্লুটুথ স্পিকার কানেক্ট করে এই কাজটি করতে পারবেন।

আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।

The post Bluetooth Speaker কে বানিয়ে ফেলুন Sound Amplifier [App Review ] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/MuXVyl1
via IFTTT

Post a Comment

0 Comments