আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
বর্তমানে আমাদের দেশে প্রায় সব জিনিস এর দাম উর্ধগতি, একটা জিনিষ এর দাম এক বার বাড়লে সেটি আর কমে না।
এর মূল কারণ হলো ডলার এর দাম বেড়ে যাওয়া এর ফলে প্রয়োজন এর চাইতে বেশি দামে সব কিছু কিনতে হচ্ছে।
মানুষ এর নিত্য নতুন সব চাহিদা এর মধ্যে ইন্টারনেট ও একটি চাহিদা এর মধ্যে পড়ে। বলতে গেলে ইন্টারনেট ছাড়া এক মুহুর্ত থাকা সম্ভব হয়ে ওঠে না।
দেশে মোবাইল গ্রাহক এর সংখ্যা প্রায় ১৮ কোটি। বর্তমানে নবম/দশম শ্রেণির ছেলে মেয়ের হাতে হাতে মোবাইল হয়ে গেছে। প্রায় সবাই ইন্টারনেট এর সাথে সংযুক্ত।
কিন্তু সবার তো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করার মতো সামর্থ্য নেই তাই বিশেষ করে যারা প্রথম প্রথম মোবাইল ফোন এর সাথে সম্পৃক্ত হয়,
তাদের অনেকে ফিচার ফোন বা জাভা অপারেটিং সিস্টেম এর ফোন ব্যাবহার করে। ইন্টারনেট এর মাধ্যমে কানেক্টেড থাকে।
সচরাচর যখন আমি প্রথম ইন্টারনেট ইউজ করতাম আমার প্রথম ফিচার ফোন দিয়ে ইন্টারনেট চালানোর হতে খড়ি হয়।
বর্তমানে আমাদের দেশের প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যাবহার করে, তবে কিছু সংখ্যক মানুষ আছে যারা এখনো জাভা অপারেটিং সিস্টেম সম্বলিত বিভিন্ন ফোন ব্যাবহার করে।
বর্তমানে আমাদের দেশে নিত্যপণ্যের মত লাফিয়ে লাফিয়ে বাড়ছে ইন্টারনেট এর দাম তাই সবার পক্ষে বেশি টাকা দিয়ে কিনে ব্যাবহার করতে সমস্যা হচ্ছে।
তাই আজকে আমি জাভা ফোনে ব্যবহার উপযোগী কম টাকা এর মধ্যে বাংলাদেশী সব মোবাইল অপারেটর এর অফার সম্পর্কে বলবো, যা দিয়ে খুব কম টাকায় ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন জাভা ইউজারগণ।
প্রথমেই বলতে চাই বাংলালিংক সম্পর্কে।
বাংলালিংক ১০০ এমবি ইন্টারনেট কোড *১২১*৯# যার মেয়াদ ৩ দিন
বাংলালিংক ২০০ এমবি ইন্টারনেট কোড*১২১*১৮# যার মেয়াদ ৩দিন
এছাড়াও আপনারা বাংলালিংক সিম এর আরো কম টাকা এর মধ্যে ইন্টারনেট ব্যবহার করতে হলে *১২১*৫০০*৬# ডায়াল করবেন।
তাহলে এমন কম টাকা এর মধ্যে অফার গুলো নিতে পারবেন।
এইবার আশা যাক রবি এর ইন্টারনেট নিয়ে:
আগে রবি অবশ্য অনেক কম মূল্যে অফার দিতো কিন্তু বর্তমানে তা আর সচারাচর লক্ষ করা যায় না।
রবিতে ১০০ এমবি সোশ্যাল প্যাক ১০ টাকা তে পাবেন নিতে ডায়াল করুন *১২৩*০০১০#
২৫০ এমবি রবি ডাটা প্যাক যার মেয়াদ ৩০ দিন ৪৬ টাকা তে নিতে পারেন যা জাভা ইউজার দের জন্য বেশ ভালো অফার বলে মনে হলো আমার কাছে। নিতে ডায়াল করুন*১২৩*১১০#
Airtel ইন্টারনেট প্যাক :
১২ টাকা তে এক জিবি সোশ্যাল প্যাক নিয়ে নিন*১২৩*০১২#
এবং ২৫০ এমবি ইন্টারনেট ১৭ টাকা *১২৩*০১৩#
গ্রামীণফোন ইন্টারনেট প্যাক:
দুঃখীত গ্রামীণফোন সিম দিয়ে আপাতত কেনো কম মূল্যের কোনো অফার নাই। তাই আপনারা একটা কাজ করতে পারেন ৯ টাকা দিয়ে ২০০ এমবি ইন্টারনেট স্ক্র্যাচ কার্ড কিনে ব্যাবহার করতে পারেন যার মেয়াদ ৩ দিন।
টেলিটক ইন্টারনেট প্যাক:
টেলিটক হলো রাষ্ট্রীয় একটি অপারেটর,তবে সব জায়গা তে এটার নেটওয়ার্ক ব্যাবস্থা খুব একটা ভালো না। তাই চাহিদা কম যাদের টেলিটক আছে তারা ১০০ এমবি নিতে পারবেন *১১১*৫০১# ডায়াল করে।
এবং ৫০০ এমবি ৩০ দিন এর জন্য নিতে পারবেন ৩৯ টাকা তে নিতে হলে ডায়াল করবেন *১১১*৫০৩#
মূলত এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে এইসব অফার গুলোই বর্তমানে আছে। যা দিয়ে কোনো রকম ভাবে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন জাভা ইউজারগণ।
চাইলে অ্যান্ড্রয়েড ইউজার গণ ও পোস্ট টি দেখতে পারেন, যাদের কম ইন্টারনেট ব্যবহার করতে হয় হয়তো তাদের জন্য কাজে লাগবে।
তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ TRICKBD এর সাথেই থাকবেন।
The post জাভা এবং অ্যান্ড্রয়েড ইউজার রা যেভাবে কম টাকায় এমবি কিনবেন জেনে নিন!! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/WzA4JDm
via IFTTT