আসসালামু আলাইকুম !
ট্রিকবিডির সকল সদস্যদের স্বাগতম ! ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন !
আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !
আগ্রহ না থাকলে পোস্ট পড়বেন না, কারণ তাড়াতাড়ি করে পোস্টের কিছু অংশ পড়ে কোনো লাভ হবে না।
আজকের পোস্ট আপনার একটু হলেও উপকারে আসবে এটা আমি মনে করি। আমরা যারা এন্ড্রয়েড ফোন ব্যবহারকারী আছি তারা সবাই কীবোর্ড তো ব্যবহার করেন, টাইপ করার জন্য। কেউ ফোনের ডিফল্ট কীবোর্ড, কেউ কোনো স্টাইলিশ কীবোর্ড, ইত্যাদি।
আজকাল Gboard এবং Ridmik Keyboard এই দুইটা কীবোর্ডই খুব জনপ্রিয়। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ Gboard এ এমন এমন ফিচার আছে যা রিদ্মিক কীবোর্ডেও নাই। আমি এই Gboard প্রায় ৪ বছর ধরে ব্যবহার করছি। এই কীবোর্ড নিয়ে হয়তো ট্রিকবিডিতে আগেও পোস্ট করা আছে। কিন্তু তখনকার পোস্ট আর আজকের পোস্টের মধ্যে আমি কিছু আপডেট পেয়েছি। তাই এই পোস্ট টা করা।
এই কীবোর্ড এ আপনি সেসব পাবেন যা আপনার প্রায়ই দরকার হবে। এই কীবোর্ড এ রিদ্মিক কীবোর্ডের তুলনায় অনেক ফিচার আছে। তার মধ্যে কিছু ফিচার নিচে উল্লেখ করা হলো: ↓↓↓
1. ডাউনলোড না করেই ১৫০ টির বেশি ভাষা ব্যবহার করতে পারবেন।2. বাংলিশে টাইপ করলে অটোমেটিক বাংলা হয়ে যাবে।
3. Hand Writing মোড পাবেন।
4. One Handed Mode
5. Flick input sensitivity
6. Preferences
7. Customized Themes, Colors Theme, Landscapes Theme, Light Gradient Themes, Dark Gradient Themes
8. Text Correction mode with 8 Method
9. Glide Typing, Gesture Typing, Gesture Cursor Control etc.
10. Real Time Audio পাবেন Voice Typing এর সময়।
11. Customized Clipboard, Photo in Clipboard, Different Number and Address in Clipboard etc.
12. Personal Dictionary
13. Floating Keyboard
14. Emojis, Stickers, GIF, Bitmoji, Imoji Kitchen etc.
15. Personalization
16. Language Translator
এছাড়াও আরো অনেক ফিচার পাবেন আপনি এই Gboard এ। যা আপনার অবশ্যই ভালো লাগবে। সবগুলো ফিচারের কথা একটা একটা করে বলতে শুরু করলে পোস্ট অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে বলছি।
ব্যবহারবিধিঃ
প্রথমে কীবোর্ড ইন্সটল করে প্রয়োজনীয় সব পারমিশনগুলো দিয়ে দিন। তারপর কীবোর্ড এ বাংলা ভাষা, abc → বাংলা, Handwriting যোগ করে নিন।
আপনি চাইলে ইচ্ছামতো থিম ব্যবহার করতে পারবেন।
কখনো যদি আপনার এক হাতে লেখার দরকার হয় তাহলে। আপনি One Handed Mode ব্যবহার করে টাইপ করতে পারবেন।
কীবোর্ড এর One Handed Mode ডানে বামে করার জন্য > এই চিহ্ন ব্যবহার করুন।
ইচ্ছা করলে আপনি কীবোর্ডের পজিশন চেঞ্জ করতে পারবেন।
চ্যাটিং করার সময় আপনি GIF পাঠাতে পারবেন ইচ্ছা মতো।
কীবোর্ড কে ডিসপ্লের যেকোনো জায়গায় নিয়ে যেতে Floating অপশন ব্যবহার করুন।
আপনার কপি করা টেক্সট Recent এবং Pinned করতে পারবেন। পাশাপাশি ক্লিপবোর্ডে Screenshot, Copied Photo, etc. রাখতে পারবেন।
কম্পিউটারে যেভাবে মাউস ব্যবহার করে লেখা এডিট করেন, সেভাবেই Text Editing এর মাধ্যমে এডিট করতে পারবেন।
আরেকটা প্রয়োজনীয় ফিচার Language Translator পেয়ে যাবেন।
যদি আপনি চান তাহলে ভয়েস টাইপিং করে যেকোনো ভাষা অন্য ভাষায় অনুবাদ করতে পারবেন।
আরো একটা ফিচার পাবেন। এটাকে প্রয়োজনীয় বলবো নাকি বিনোদন বলবো বুঝতে পারছি না। আপনি কলম দিয়ে কাগজে যেভাবে লেখেন প্রায় সেরকমই লিখতে পারবেন।
মানে ডিসপ্লে তে আপনি হাতের আঙুল দিয়ে আঁকার ভঙ্গিতে কোনো অক্ষর বা শব্দ লেখেন তাহলে সেটাই লেখা হয়ে যাবে।
এছাড়াও আরো একটা দরকারী সুবিধা পাবেন তা হলো ইমুজি কিচেন।
যদি আপনি Messenger, Telegram, Whatsapp etc. তে চ্যাট করার সময় চান যে আপনি কোনো imoji Combination করে ভিন্ন রকমের কোনো স্টিকার পাঠিয়ে যার সাথে চ্যাট করছেন তাকে চমকে দেবেন তাহলে সেটা করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনি ইনবক্সে টাইপ করার বক্সে যে ইমুজি দিয়ে তৈরি করতে চান সেটা দিন তাহলেই আপনি দেখতে পাবেন আপনার দেওয়া ইমুজি থেকে অন্য রকমের স্টিকার বা ফটো তৈরি হয়ে গেছে।
যদি আপনি চান যে আপনার পাঠানো ছবি ডাউনলোড করে এডিট বা অন্য কিছু করতে চান তাহলে সেটাও পারবেন।
এইসব ছাড়াও আরো অনেক ফিচার পেয়ে যাবেন এই কীবোর্ডে। আমার অনুরোধ থাকলো এই Gboard একবার হলেও ব্যবহার করে দেখা।
এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার ↓
Facebook I’d
The post একের ভিতর অনেক ! একটা Android Keyboard এ পেয়ে যাবেন প্রয়োজনীয় সবকিছু। (Updated 2022) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/uKQ89Mt
via IFTTT