মৃত্যু অবধারিত হলেও এই শব্দটি সম্ভবত কারো পছন্দ নয় আর একটি পরিবারে যখন প্রিয় কারোর জীবনাবসান হয়, সে সময় শোকসন্তপ্ত সদস্যদের মাথায় হয়ত অনেক কিছুই কাজ করে না। যেমন, সঠিক সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করা।
কিন্তু সেটি করতে হবে মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যু নিবন্ধন ওই পরিবারের বিভিন্ন কাজে যেমন দরকার তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও এর অনেক গুরুত্ব রয়েছে।
আর মৃত্যু নিবন্ধন এখন কোথাও যেতে হবে ঘরে বসে আপনি নিজেই অনলাইন এ আবেদন করতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই শুধু মাত্র কয়েক টা ধাপ পার হয়ে এবং কিছু সঠিক তথ্য দিয়ে.?
যা যা লাগবে.!
- যার মৃত্যু সনদ এর জন্য আবেদন করবেন তার অনলাইন জন্ম নিবন্ধন থাকতে হবে। (যে মৃত্যু ব্যাক্তি জন্ম নিবন্ধন নেই সে মৃত্যু সনদ এর জন্য আবেদন করতে পারবে আগে থার জন্ম নিবন্ধন করতে হবে তার পর মৃত্যু সনদ জন্য আবেদন করতে পারবে)
- মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন থাকতে হবে
- মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র থাকতে হবে
- উপর এর তথ্য যদি থাকে মৃত্যু ব্যাক্তির তা হলে অনলাইন আবেদন করতে পারবেন
তো বিস্তারিত শুরু করা যাক।
প্রথমে এখানে ক্লিক করুন.!
মৃত্যু ব্যাক্তির জন্ম নিবন্ধন নাম্বার আর জন্ম তারিখ প্রদান করে অনুসন্ধান তে ক্লিক করুন।
তার পর নির্বাচন করুন তে ক্লিক করুন।
এখন
- দেশ
- বিভাগ
- জেলা
- উপজেলা
- পৌরসভা/ ইউনিয়ন
সিলেষ্ট করে দিয়ে পরবর্তী তে ক্লিক করুন।
এখন
- মৃত্যু ব্যাক্তির
মৃত্যু তারিখ - কি ভাবে মৃত্যু
- মৃত্যু ব্যাক্তির স্বামী বা স্ত্রীর জন্ম নিবন্ধন এর নাম্বার
- মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্র এর নাম্বার
- মৃত্যু ব্যাক্তি স্বামী বা স্ত্রীর বাংলা এবং ইংরেজি
তথ্য প্রদান করে পরবর্তী তে ক্লিক করুন।
মৃত্যু ব্যাক্তি যেখানে মৃত্যুবরন করেছে সে স্থান এর তথ্য প্রদান করুন এবং সঠিক ভাবে তথ্য প্রদান করা হলে পরবর্তী তে ক্লিক করুন।
এখন মৃত্যু ব্যাক্তি জন্য যিনি আবেদন করতেছেন তার তথ্য দিতে হবে।
যিনি আবেদন করতেছেন তার জন্ম নিবন্ধন এর নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র এর নাম্বার তার পর একটা ফোনে ✆ নাম্বার এবং যিনি আবেদন করতেছেন তার ঠিকানা এবং সব কিছু সঠিক ভাবে দিয়া হলে পরবর্তী তে ক্লিক করুন।
এখন কোথাও কোন তথ্য প্রদান করতে ভূল হয়েছে কি না তা ভালো ভাবে দেখে নিন ভূল থাকলে পূর্ববর্তী তে ক্লিক করুন আর সব কিছু সঠিক থাকলে সাবমিট এ ক্লিক করুন
তার পর আমার মৃত্যু ব্যাক্তি মৃত্যুবরন এর তারিখ প্রদান করে দিয়ে সাবমিট এ ক্লিজ করুন।
এখন মৃত্যু ব্যাক্তির মৃত্যু সনদ এর জন্য অনলাইন আবেদন করা হয়েছে এখন আবেদনপত্র প্রিন্ট তে ক্লিক করে প্রিন্ট করে নিন
তার পর আবেদনপত্র টি যে কোনো কম্পিউটার এর দোকানে গিয়ে প্রিন্ট করে নিয়ে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে জমা দিবেন এবমগ পরবর্তী তে কি কি করতে হবে তারা বলে দিবে।
যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!
বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন
ধন্যবাদ
The post ঘরে বসে মৃত্যু ব্যাক্তির জন্য মৃত্যু সনদ আবেদন করুন খুব সহজেই কোনো ধরনের ঝামেলা ছাড়াই বিস্তারিত পোস্ট এ.! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/NP35UsY
via IFTTT