তৈলের দাম বেড়ে যাওয়ায় গৌরি পুর বাজার থেকে রাতের আধারে তৈল চুরি করতে গিয়ে আটক হন মাহাতাব, জিহাদ ও মাহিম নামের ৩ যুবক

তৈল চোর মাহাতাব


রাতের আধারে দুই দোকান থেকে ১১ ব্যারেল তেলে চুরি করে নিয়ে পালিয়েছে চোর চক্রের সদস্যরা। ঘটনাটি ঘটেছে গৌরীপুর বাজারে। শনিবার (৫ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, গৌরিপুর বাজারের সুবেদ আলী স্টোর থেকে ৭ ব্যারেল সয়াবিন তেল এবং মাহিম স্টোর থেকে ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চুরি হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দুই ব্যবসায়ী।


সিটি ক্যামেরায় দেখা যায়, রাত ৩টা ৪৪ মিনিটে পিকআপ ভ্যান নিয়ে চোর চক্রের সদস্যরা বাজারে আসেন। পরে একজন বাইরে থেকে দোকানটি তালা মেরে দেন। এরপর পিকাআপের পেছনের ত্রিপল দিয়ে ঢাকা বাকি সদস্যরা নিচে নেমে এসে ব্যারেলগুলো পিকআপে তুলে নিয়ে যান সুবেদ আলী স্টোরের সামনে। মাহিম স্টোর থেকে আরও ৪ ব্যারেল তেল নিয়ে তারা চলে যান।

গৌরীপুরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুবেদ আলী স্টোরের মালিক সুবেদ আলী ভুঁইয়া বলেন, রাতে দোকান করে বাড়ি যাই। রাস্তার পাশে ত্রিপল দিয়ে ঢেকে তেলের ব্যারেলগুলো রেখে যাই। সকালে দোকানের সামনে এসে দেখি তেলের ব্যারেলগুলো নেই। সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। ৩ জনের একটি চোরের দল আমার দোকানের সব তেল নিয়ে গেছে।


মাহিম স্টোরের মালিক মাহিম মাদবর বলেন, দুই দিন আগে তেল এনেছিলাম দোকানের জন্য। এগুলো খোলা হয়নি। রাতের আঁধারে আমার ২ ব্যারেল সয়াবিন ও ২ ব্যারেল কেরোসিন তেল চোরে চুরি করে নিয়ে গেছে।


বাজারের নৈশপ্রহরী সামসুল হক সরদার বলেন, রাতে আমি চোখে কম দেখি। এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। আমি কিছুই জানি না। গৌরীপুরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছি। তাদের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছি।

 

তারপর রবিবার তাদের ৩ সদস্য কে গৌরীপুর মুন্সি কলেজের পাশে থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান তৈলের দাম অনেক বেড়ে যাওয়ায় বউ বাচ্চা নিয়ে চলতে না পারায় তারা তৈল চুরিতে নেমেছে। 


Tags

Post a Comment

0 Comments